ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪ অক্টোবর থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

অনিক আহমেদ, গবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২১  
৪ অক্টোবর থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

দেড় বছরের অধিক সময় বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ জানান, আগামী ৪ তারিখ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিচ্ছি। তবে, সেক্ষেত্রে ইউজিসির নির্দেশনা অনুযায়ী করোনার এক ডোজ টিকা সম্পন্ন অথবা নিবন্ধন করতে হবে। এর আগ পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে। 

সভায় সশরীরে ক্লাস শুরুর পর পুনরায় শিক্ষার্থীদের ওয়েভার (শিক্ষাবৃত্তি) চালুর সিদ্ধান্ত হয়। করোনা শুরুর পর গত বছর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

রাকিব/মাহি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়