ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছবির নেশায় গাছের মাথায় 

কেএম হিমেল আহমেদ, বেরোবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৩১, ২৫ অক্টোবর ২০২১
ছবির নেশায় গাছের মাথায় 

একফ্রেমে ৫০০ তালগাছের ছবি

ছবি তোলা অদ্ভুত এক নেশা। এমন নেশায় ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিশুগাছের মাথায় উঠে ছবি তুলেছেন একজন স্কুল পড়ুয়া ছাত্র। একসঙ্গে ৫০০টি তালগাছের ছবি তুলেছেন তিনি। বলছি কুষ্টিয়া জেলার কাঞ্চনপুরের সোহেল রানার কথা।

সোহেল বর্তমানে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বাবা বদর উদ্দিন একজন আনসার বাহিনীর সদস্য। মা গৃহিণী। সোহেলের অনেক ইচ্ছা বড় একজন ফটোগ্রাফার হবেন। ফটোগ্রাফার হয়ে গ্রামকে সবার মাঝে সুন্দর করে তুলে ধরবেন। ইতোমধ্যে তার তোলা ছবি বেশ ভাইরাল হয়েছে, কেউ কভার ফটো করেছেন, কেউবা ফেসবুকে পোস্ট দিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন।

সোহেল বলেন, ‘আমার যেহেতু ডিএসএলআর ক্যামেরা নেই, তাই ফোন দিয়েই সব ছবি তুলে থাকি। তবে, আমার ক্যামেরা কেনার খুব শখ। আশাকরি খুব দ্রুতই পূর্ণ হবে। আমার একটা ড্রোন থাকলে আরও অনেক সুন্দর ছবি উপহার দিতে পারতাম।’

ফটোগ্রাফি নিয়ে পরিকল্পনার কথা জানান সোহেল।  তিনি বলেন, ‘ফটোগ্রাফি শখের বসে করলেও এখন স্বপ্ন আছে এটা নিয়ে ভালো কিছু করার। সামনে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। আত্মার সঙ্গে মধুর এক সম্পর্ক ছবি তোলার জন্ম নিয়েছে।’

সোহেলের ভাই সাব্বির আহমেদ বলেন, ‘ওর ছবি তোলার প্রতি বেশ ঝোঁক। আমার মনে হয় ও সামনে আরও ভালো কিছু করবে। সোহেলের এই ছবি আমাদের এলাকায় বেশ ভাইরাল হয়েছে। ফেসবুকে এই ছবি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।’ 

সোহেলের মা বলেন, ‘আমি অবশ্য এই ছবি তোলার বিষয় জানতাম না, পরে জানতে পেরেছি। আশেপাশে যখন ওর তোলা ছবির বিষয়ে কথা বলছিল, তখন বিষয়টা জানতে পারি। ওর কাজের কথা প্রথমে জানতে পেয়ে অনেক ভয় পেয়েছিলাম। তবে আমার ছেলের তোলা ছবিটি আমার খুব ভালো লেগেছে।’

লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়