ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলাউদ্দিন হোসেনের সরিষা ফুল নিয়ে কবিতা

আলাউদ্দিন হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৩ জানুয়ারি ২০২২  
আলাউদ্দিন হোসেনের সরিষা ফুল নিয়ে কবিতা

সরষে ও মৌমাছি

প্রকৃতিজুড়ে হলদে ফুল
মৌমাছিদের মেলা
নাচে গানে মুখরিত
কাটে সারাবেলা। 

আরো পড়ুন:

হলুদ রঙের ছোঁয়া লাগা
পল্লী সকল মাঠ  
মনের সুখে ওড়াউড়ি
মৌমাছিদের হাট।

হলদে ফুলে মাখামাখি
মৌমাছিরা হাসে
ফুলের ঘ্রাণে মধু টানে
আকাশ পানে ভাসে। 

সরষে ফুলে

সরষে ফুলে রঙ লেগেছে
হলদেমাখা হাসি
মধুর ঘ্রাণে মৌমাছিদের
বড্ড নাচানাচি।   

প্রজাপতির মিতালিতে
মৌমাছিদের মেলা
চোখজুড়ানো মাঠ প্রান্তর 
হলদে সারাবেলা।  

রাশি রাশি হলদে ফুলে
রঙ লেগেছে বেশ
দিবানিশি হলদে হাসি 
হলুদ বাংলাদেশ।   

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।

/মাহি/

সর্বশেষ

পাঠকপ্রিয়