ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখন জীবন জয় করতে চাই: জিহাদ 

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৭:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২২
এখন জীবন জয় করতে চাই: জিহাদ 

এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় সব প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভর্তি হয়েছেন জিহাদ হাসান। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ২০২০-২০২১ সেশনে ভর্তি হন। 

জিহাদ হাসানের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়। তার বাবা মো. ফারুক হোসেন, মা রেহানা আক্তার। 

আরো পড়ুন:

অদম্য মেধাবী জিহাদ হাসান এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে ৪.২৫ নিয়ে এইচএসসি পাস করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছেন।

জিহাদ হাসান বলেন, দু'চোখে অনেক স্বপ্ন। আমি ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশের সেবা করতে চাই।বিসিএস আমার টার্গেট। সহজ-সাবলীলভাবে জীবন জয় করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি। তবে, শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানাজনের নিকট হাসির পাত্র হলেও পরিবারের সমর্থন ছিল সবসময়ই। বিশেষ করে আমার ডাক্তার বড় বোন সাপোর্ট দিয়েছেন।’

দৃঢ় প্রত্যয়ী জিহাদ হাসান তার স্বপ্নকে ছুঁতে পারবে, এই প্রত্যাশা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার। নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেন, ‘আমার এবং আম্মুর খুবই পছন্দ হয়েছে ক্যাম্পাসটি। 

ফাহাদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়