ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঙলা কলেজে বিজ্ঞান মেলা

বাঙলা কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২১ মার্চ ২০২৩  
বাঙলা কলেজে বিজ্ঞান মেলা

প্রজেক্ট উপস্থাপনা

সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মত আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’। এই উৎসব শেষ হবে ২২ মার্চ। 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, শিক্ষার্থীদের কৌতূহল মনকে প্রস্ফুটিত করতে প্রতিবছর এমন মেলার আয়োজন হবে। 

বিজ্ঞানভিত্তিক এ মেলায় একাধিক স্টল বসেছে। যার মধ্যে রয়েছে কলেজের একাধিক (গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ কয়েকটি) বিভাগ। বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রথম দিনে আয়োজন করেছে পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ। সমাপনী দিনে মেলায় থাকবে রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম ও আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।

মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ। এ ছাড়া, সহযোগিতায় কাজ করেছে সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়