ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী জিলা স্কুল ২০১৮ ব্যাচের ইফতার মাহফিল

আইইউবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২১ এপ্রিল ২০২৩   আপডেট: ২২:০২, ২১ এপ্রিল ২০২৩
নোয়াখালী জিলা স্কুল ২০১৮ ব্যাচের ইফতার মাহফিল

‘ভাতৃত্বের বন্ধনে, প্রাণের টানে মিলিত হই’-এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী জিলা স্কুলের ২০১৮ সালের শতাধিক সাবেক শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল ২০২৩।

সম্প্রতি নোয়াখালী জিলা স্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন, শাহাদাত হোসেন, গিয়াসউদ্দিন পাটোয়ারী।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, জিলা স্কুলের শিক্ষার্থীরা সবসময় এভাবে ঐক্যবদ্ধ থাকবে। তোমাদের এ মেলবন্ধন আগামীর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের নতুন নেতৃত্বের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে নোয়াখালী জিলা স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে।

তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে তোমরা জানো। তোমরা যারা তরুণ আছো এখন, আগামীতে দেশকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে। 

শাহাদাত হোসেন বলেন, জিলা স্কুলের শিক্ষার্থীরা সবসময় সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থেকে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।

ঘড়ির কাটায় ৪টা বাজতে বাজতেই একে স্কুল মাঠে পদচারণা বাড়ে ১৮ ব্যাচের শিক্ষার্থীদের, একে একে সবাই খোশগল্প, আড্ডায় মেতে উঠে এবং পুরোনো স্মৃতি রোমন্থন করে। অনেক শিক্ষার্থীর মাঝে আবেগপ্রবণ মুহূর্ত দেখা যায় দীর্ঘ ৫ বছর পর স্কুল মাঠে ফিরে এবং বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায়। 

‘আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব-কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালি ছায়ায়
হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে।’

এই কথাগুলাে বুকের মাঝে লালন করে ইফতার পরবর্তীতে আড্ডায় মেতে উঠার আশায় শেষ হয় পুরোনো বন্ধুদের এই পুনর্মিলনী আয়োজন।

ইসতিয়াক/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়