ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চার দফা দাবিতে গোপালগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৩১ মে ২০২৩  
চার দফা দাবিতে গোপালগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

গোপালগঞ্জে পেশাগত সমস্যা সমাধান ও নির্মাণ বিধিমালা সংশোধনসহ চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ কর্মসূচিতে ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের (আইডিবি) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদস্য সচিব আতিয়ার রশুল হিমেল, সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তম্ময় গোলদার, কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মো. বিল্লাল বিশ্বাস বক্তব্য রাখেন।

বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ইঞ্জিনিয়ারিং-এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন ও সংশোধিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২৮ এর গেজেট প্রকাশের দাবি জানান।

বাদল/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়