ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন নেতৃত্বে কুবি প্রেস ক্লাব

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
নতুন নেতৃত্বে কুবি প্রেস ক্লাব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন দৈনিক জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাতিব হাসান মুরাদ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা শতাব্দী জুবায়ের ও নাহিদ ইকবালের অনুমোদনক্রমে এবং সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এ কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিল্লাল হোসেন স্বাধীন, সাম্প্রতিক দেশকালের শারমিন আক্তার কেয়া, যুগ্ম সম্পাদক হিসেবে আছেন সংবাদপ্রকাশের আবু সাঈদ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জাভেদ রায়হান, অর্থ সম্পাদক হিসেবে আছেন রাইজিংবিডির এমদাদুল হক, দপ্তর সম্পাদক হিসেবে আছেন চ্যানেল২৪ এর ইমতিয়াজ হাসান রিফাত, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক স্বদেশ বিচিত্রার ফাতেমা রহিম রিন্স ও দৈনিক ভোরের দর্পনের আল-আমিন হোসেন।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিকতা এমন একটা পেশা যা সম্পূর্ণভাবে স্বচ্ছ। কারণ, সংবাদকর্মীরা যা জানে এবং প্রমাণ পায় তার থেকেই সংবাদ করে। এর মতো নির্ভীক পেশা আর আছে কিনা আর জানিনা। তাই সাংবাদিকদের আহ্বান করি সততার সঙ্গে আপনারা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘সাংবাদিকতা একটি আদর্শ পেশা বলে মনে করি। কিন্তু এই আদর্শ পেশাটিও নষ্ট হচ্ছে এমন কিছু মানুষের কাছে গিয়ে যারা এর মর্যাদা দিতে জানে না। তারা জানে না কীভানে সম্মান দিতে হয়, নৈতিকতার ধারও ধারে না। সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এই মহান পেশার সম্মান করতে হবে। প্রমাণের বাইরে নিজে থেকে কিছু লিখে দিলে তো আর সেটা সংবাদ হয় না।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আর সে অনুযায়ী কাজ করে যাচ্ছি৷ এপিএ-তে এখন দশম স্থানে আছি, সামনেরবার প্রথম স্থানে নিয়ে আসবো। আমার শিক্ষার্থীরা এতে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।’

সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাজ্জাদ বাসার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আমার আবেগের জায়গা। এদের যোগ্যতা আমি জানি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এরা সর্বোচ্চ কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের কেউ যদি দুর্নীতি করে সেটা যেমন আমরা লিখবো, তেমনি উন্নয়নের সংবাদও ফলাও করে প্রচার করবো।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট মোহাম্মদ জিল্লুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি কাজী এম. আনিছুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনীতিক সংগঠনের সদস্যরা।

এমদাদুল হক/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়