ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে বঙ্গবন্ধু হলের রিডিং রুম উদ্বোধন

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
বেরোবিতে বঙ্গবন্ধু হলের রিডিং রুম উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দ্বিতীয় তলায় আবাসিক শিক্ষার্থীদের জন্য ৩২ আসন বিশিষ্ট নতুন রিডিং রুমের উদ্বোধন করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও হল প্রশাসনের প্রচেষ্টায় চালু হলো আধুনিক এই রিডিং রুম।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় নামফলক উন্মোচন ও ফিতা কেটে রিডিং রুমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আনোয়ারুল আজিম, প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি নতুন রিডিং রুম সংযোজনের বিষয়ে বলেন, ‘আবাসিক শিক্ষার্থীদের পড়ালেখার সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই ৩২ সিটের রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি শামীম মাহফুজুর রহমান তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু হলে রিডিং রুমের সংকট  ছিল, সংকট নিরসনের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে উপাচার্য মহোদয় ও প্রভোস্ট স্যারকে অবগত করলে তারা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’

শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘উপাচার্য স্যার ও হল প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলি একটা রিডিং রুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাদের সদিচ্ছা ও আন্তরিকতার কারণে নতুন রিডিং রুম সংযোজন করা হয়। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে।’

সাজেদুল ইসলাম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়