ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে সাংবাদিক নির্যাতন: ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৫২, ৫ ডিসেম্বর ২০২৩
জাবিতে সাংবাদিক নির্যাতন: ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও দুইজন শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

এদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাস বহিষ্কার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. তাওসিফ সারার ওরফে তুনানকে ১৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বহিষ্কার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাস বহিষ্কার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হৃদয় রায়কে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাস বহিষ্কার করা হয়।

এছাড়া একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও আবদুল্লাহ আল আদনানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়।

শাস্তিপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ—সম্পাদক এবং বাকিরা সবাই শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী। 

এর আগে, গত ২১ আগস্ট রাতে নিজ আবাসিক হলের সামনে ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হন বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুন। হলের গেস্টরুমে ছাত্রলীগের সভার ভিডিও করছেন এ সন্দেহে তাকে মারধর করা হয়। এ সময় তিনি একই হলের আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে তাকে আরেক দফা মারধর করা হয়।

/আহসান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়