ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

ইবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৬ জুলাই ২০২৪  
ইবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি বের করা হয়।

পরে সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমাবেশ করেন তারা। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে সংহতি জানিয়ে  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল বলেন, তোমাদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। তোমাদের কাছে এ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন থেকে পিছপা না হওয়ার প্রত্যাশা করছি।

সমাবেশে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবিকে যেভাবে মন্তব্য করেছেন, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাই-বোনদের উপর ছাত্রলীগের যে নির্মম হামলা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোটা সংস্কারের যৌক্তিক এক দফা দাবি মানতে হবে। যতদিন পর্যন্ত দাবি না আদায় হবে, আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখবো।

/ইদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়