ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলন নিয়ে সতর্ক অবস্থানে ইবি প্রশাসন 

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ২২:৩৭, ১৬ জুলাই ২০২৪
কোটা আন্দোলন নিয়ে সতর্ক অবস্থানে ইবি প্রশাসন 

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দফায় মিটিং হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রাধ্যক্ষগণের হলে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরগণ সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করছেন।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পুলিশ, প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকে নিয়ে মিটিং করেছি। পুলিশের টহল বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির সবাইকে ২৪ ঘণ্টা মনিটরিং করতে বলা হয়েছে। এছাড়া হল প্রাধ্যক্ষদের আবাসিক শিক্ষকদের নিয়ে সার্বক্ষণিক হলে অবস্থান করার জন্য বলা হয়েছে। 

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়েও কিছু উদ্যোগ নিয়েছি। আইডি কার্ডসহ শিক্ষার্থীদের চলাফেরার জন্য বলা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে, সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। 

পরে দুপুর ৩টায় কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

/ইদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়