ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১ আগস্ট ২০২৪  
রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রাজশাহী কলেজ শিক্ষার্থীদের উপর হামলা ঘটে। এরপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করায় তিন দফা দাবিসহ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১আগস্ট) রাজশাহী কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতি জানানো হয়, গত ১৬ জুলাই আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর নিন্দনীয় সন্ত্রাসী হামলা হয়। ইতোমধ্যে কয়েকদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে তাদের ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাননি এবং পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করেননি।

সুতরাং আমরা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম। যতদিন না এ ঘটনার দায় স্বীকার করে এবং ক্ষমা চেয়ে ফেসবুক পেজে পোস্ট করা না হবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হবে, আমরা ততদিন কোনো প্রকার ক্লাস ও পরীক্ষাতে অংশগ্রহণ করব না।

একইসঙ্গে তাদের কথা তিন দফা দাবিগুলো হলো-

১। সব ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

২। ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোন শিক্ষার্থী, কর্মচারী রাজনৈতিক কোনো কার্যকলাপে জড়িত থাকতে পারবে না।

৩। ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী কোনোভাবে আক্রমণের শিকার হলে এর দায়ভার কলেজ প্রশাসনকে নিতে হবে।

এছাড়া, সাধারণ কোন শিক্ষার্থীর ওপর হামলার সঙ্গে যদি রাজশাহী কলেজের কোনো শিক্ষার্থী, কর্মকর্তা, বা শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের বয়কট করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

/দুর্জয়/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়