ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেন না রাবি ছাত্রলীগ নেতা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩৪, ১ অক্টোবর ২০২৪
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেন না রাবি ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা শুভ্র দেব সাহা

শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্র দেব সাহা। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত তিনি।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলায়।

ওই ছাত্রলীগ নেতার পরীক্ষা দিতে আসার খবরে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সতেন্দ্রনাথ বসু অ্যাকডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা ‘সন্ত্রাসীদের ঠিকানা, ইইই’তে হবে না’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, আজ সকাল ১১টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে আসার কথা থাকলে বিভাগের শিক্ষার্থীদের তোপের মুখে তিনি আসতে পারেননি।

এছাড়াও হলে সিট বাণিজ্য, মাদক ব্যবসা ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই নেতা বিরুদ্ধে।

ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর আলম সিদ্দিকী বলেন, শুভ্র দাদা প্রথম বর্ষে থাকতে আমাকে ছাত্রলীগ করতে বলেছিলেন। প্রথমদিকে ছাত্রলীগে যুক্ত না হওয়ায় একদিন আমাকেসহ আমাদের ব্যাচের কয়েকজনকে সোহরাওয়ার্দী হলে নিয়ে শিবির ট্যাগ দেন। বলেন, ‘তোর জীবন শেষ করে দিবো, তুই শিবির করিস। আর কোনোদিন পড়ালেখা করতে পারবি না।’ আমি যে শিবির তার প্রমাণ চাইলে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমরা আমাদের বিভাগে কোনো সন্ত্রাসীকে আর দেখতে চাই না।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শুভ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিলেন দাবি করে সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান করছি।

এ বিষয়ে ইইই বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পরীক্ষায় নিরাপত্তার জন্য আমাকে কিছু জানায়নি। শিক্ষার্থীদের কাছ থেকে আমি এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে তা আমি প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ নিবো।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়