ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

জাবিতে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ছাত্রদলের গ্রাফিতি

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৩, ৯ নভেম্বর ২০২৪
জাবিতে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ছাত্রদলের গ্রাফিতি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী এবং আলিফের গ্রাফিতি এঁকেছে ছাত্রদল।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রর দেয়ালে এ গ্রাফিতি অঙ্কন করা হয়। এ সময় জাবি শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী ও আলিফের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। তাদের আত্মাত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী ও আলিফদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।’

গ্রাফিতি অঙ্কনের সময় শহিদ রফিক-জব্বার হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদলনেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসেন আদনান, সৌরভ মৃধা, মির্জা জহিরুল, তানিম হাসান, কাজী রাইসুল, ইমাম হোসেন, আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আহসান হাবীব/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়