ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

রাজশাহী কলেজ

‘ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১১ নভেম্বর ২০২৪  
‘ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ‘রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক’ লেখার পরিবর্তে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি ভেসে উঠে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখাটির ভিডিও ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করে বলেন, ‘এত বড় একটা কলেজ, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা এত দুর্বল হয় কিভাবে? এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা কলেজের বর্তমান প্রশাসনের উপর ভরসা হারিয়ে ফেলবে। এর দ্রুত সমাধান চাই আমরা।’

ডিজিটাল বিলবোর্ড পরিচালনার দায়িত্বে থাকা মো. আসলাম বলেন, ‘আমি বিকেল ৫টায় কম্পিউটার বন্ধ করে চলে গেছি। কে করলো বা কিভাবে ঘটলো আমি জানি না। এ অ্যাপসটি এখন হ্যাক করা সম্ভব। হয়তো বাইরে থেকে কেউ ল্যাপটপ বা মোবাইল দিয়ে লেখাটি পরিচালনা করেছে।’

রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড ইব্রাহিম আলী বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি এখনো সঠিকভাবে অবগত নই। অধ্যক্ষ স্যার আমাকে এ বিষয়ে অবগত করেছেন। আমরা অপরাধীকে সনাক্তের জন্য আইটি বিশেষজ্ঞ ডেকেছি। দ্রুতই আমরা সনাক্ত করতে পারবো বলে আশা করছি।’

অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন, ‘কে বা কারা করলো কিংবা কিভাবে ঘটলো, আমরা এখনো এর সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না। রোববার সন্ধার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টা জানার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক মিটিং করেছি। আমাদের একটু সময় দেন। আমরা কলেজ প্রশাসন বিষয়টা তদারকি করছি। আশা করছি, অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হবো।’

/দুর্জয়/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়