ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবিতে চোর সন্দেহে যুবক আটক

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২১, ২২ নভেম্বর ২০২৪
পাবিপ্রবিতে চোর সন্দেহে যুবক আটক

ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের পেছনের রাস্তা থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। আটক যুবকের নাম মেহেদী হাসান (৩৫)।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. অলিভ বলেন, ‘‘বিকেল ৫টার দিকে আমার এক জুনিয়র ফোন দিয়ে বলে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নতুন হলের পেছন দিয়ে লোহার মতো কিছু বাইরে ফেলা হচ্ছে। তখন আমি আমার দুই জুনিয়রকে নিয়ে গিয়ে দেখি, এক যুবক কতগুলো লোহার পাইপ নিয়ে যাচ্ছেন। পরে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বড় ভাইকে ফোন দেই। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দেন।’’

আরো পড়ুন:

তবে চুরির সঙ্গে জড়িত না দাবি করে মেহেদী হাসান বলেন, ‘‘দুইজন নির্মাণ শ্রমিক এ ঘটনার সঙ্গে জড়িত। তারা আমাকে পাইপগুলো নেওয়ার জন্য বলেছে। এজন্য আমার কাছ থেকে ৫০০ টাকাও নিয়েছে।’’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘‘খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে আসি। পুলিশকে জানালে তারা এসে অভিযুক্তকে আটক করেন। এখন পুলিশ বিষয়টি দেখবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়