ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমাবর্তন ছাড়াই সনদ পাবেন বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২৮ নভেম্বর ২০২৪  
সমাবর্তন ছাড়াই সনদ পাবেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মূল সনদ হাতে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো শিক্ষার্থীদের। কারণ সমাবর্তন ছাড়া দেয়া হতো না মূল সনদপত্র। এতে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হতো চাকরি বা বিদেশে উচ্চশিক্ষা আবেদন করার সময়।

অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে চলেছে। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মূল সনদ পেতে আর সমাবর্তনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরই স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের সনদ হাতে পাবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “সময়মতো সনদ পাওয়ার ফলে চাকরি বা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া সহজ হবে। অনেক শিক্ষার্থী আগে মূল সনদপত্রের অভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। আবার অনেকে সরকারি চাকরির আবেদন জমা দিতে বাধাগ্রস্ত হয়েছেন।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে মূল সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের সময় যাতে কোনোভাবেই অপচয় না হয়।”

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়