ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৩০ ডিসেম্বর ২০২৪  
জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। রোডম্যাপে আগামীকাল মঙ্গলবাল (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন এবং আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসুর রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন এবং ১০ ও ১৫ জানুয়ারিতে যথাক্রমে খসড়া ভোটার তালিকা ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ও অবিলম্বে জাকসু কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক জিয়া উদ্দিন আয়ান। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়ে জাকসুর রোডম্যাপ প্রণয়ন করে।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়