মেডিকেলে ভর্তির ফল বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক কোটা প্রথা নিরোসন এবং মেডিকেল ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় “কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ হয়’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁয় নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
সমাবেশে অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব বলেন, “গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন কিম্ভূত কিমাকার লোকজন ৪০-৪১ পেয়ে চান্স পেয়েছে। অথচ এর দ্বিগুণ নম্বর পেয়েও অনেকে চান্স পায়নি, এটা কি বৈষম্য না। স্বৈরাচারের লোকেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে। আর তাদের কুকামের প্রকাশ হলো গতকালের রেজাল্ট।” আজকের মধ্যে সব ধরনের কোটার বিলুপ্তি করে ফলফল পুনঃপ্রকাশ করার দাবি জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যেহেতু রাজপথে নামতে শিখেছ, সেহেতু তোমাদের রাজপথ থেকেই তোমাকে অধিকার আদায় করে নিতে হবে।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিব হোসেন বলেন, “আগে মেডিকেল পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে ১-২ কম পেয়ে চান্স পেত। কিন্তু এ বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০/৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে যা আমরা মেনে নিতে পারি না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটার বিলুপ্তি চাই।”
ঢাকা/সৌরভ/মেহেদী