ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
নোবিপ্রবির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও অনুষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শাখা ছাত্রশিবির।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নোয়াখালী জেলা শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত ‘বিকন অব ব্রিলিয়ান্স’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

এ দুই শিক্ষাবর্ষের প্রত্যেকটি বিভাগের প্রথম তিনজন মেধাবী ও অনুষদগুলোতে সেরা স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মুজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী সদর উপজেলার সাধারণ সম্পাদক ডা. মিরাজুল ইসলাম, নোবিপ্রবি ছাত্রশিবির সাবেক সভাপতি তাফহিমুল ইসলাম মারুফ প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বক্তা অধ্যাপক মুজাম্মেল হোসেন বলেন, “আপনাদের এ সফলতার পিছনে আপনাদের পিতা-মাতার অবদান অনেক। আপনাদের মেধা ও প্রজ্ঞাকে যদি না লাগান, আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সবাই যদি সবার জায়গা থেকে জবাবদিহি করে, তাহলে দেশ কখনো মচকাবে না।”

তিনি বলেন, “আমাদের সম্পদ কম কিন্তু চাহিদা বেশি। আমাদের মধ্য থেকে বৈষম্য এখনো যায়নি। আপনারা চাইলেই এ বৈষম্য দূর হবে। নৈতিকতা সম্পন্ন হলে আপনারা মচকালেও ভেঙে পড়বেন না।”

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থায় নীতি নৈতিকতার বিষয়গুলো শিখানো হয় না। বাংলাদেশে আমরা যে শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করি, তা আমাদের জন্য যথোপযুক্ত নয়। শিক্ষক নিয়োগেও রয়েছে দলীয়করণ। আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে কোন দেশেই গুরুত্বপূর্ণ মনে করা হয় না। আমাদের এ সংকট থেকে মুক্তি পাওয়া জরুরি।”

তিনি বলেন, “এগুলো আমাদের শিক্ষাব্যবস্থার সমস্যা। আমরা চাই যারা আজকে সামনে বসে আছেন আপনারা ভালো সিভিল সার্ভিস ক্যাডার হন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। আপনারাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরবেন, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়