ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির ৬ স্থাপনার নাম পরিবর্তন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫
চবির ৬ স্থাপনার নাম পরিবর্তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা তিনটি হলসহ ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম (এক্সট্রাঅর্ডিনারি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থাপনাগুলোর নতুন নাম- শহীদ ফরহাদ হোসেন হল (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), বিজয় ২৪ (পূর্বনাম শেখ হাসিনা হল), শহীদ হৃদয় তরুয়া ভবন (পূর্বনাম আবু ইউসুফ ভবন), নবাব ফয়জুন্নেছা হল (পূর্বনাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল), জুলাই বিপ্লব উদ্যান (পূর্বনাম বঙ্গবন্ধু উদ্যান) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম (পূর্বনাম শেখ কামাল জিমনেসিয়াম)।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করেছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোন স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার কাছে যৌক্তিক মনে হয়নি। এজন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এসব নাম পরিবর্তন করা হয়েছে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়