ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২ মার্চ ২০২৫  
নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পার্টির আত্মপ্রকাশের ঘোষণায় দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহবুব আলম মাহিরের নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন এবং ২০১৯ সালের বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হাজী মুহাম্মদ মহসীন হলের এজিএস পদে প্রতিদ্বন্দিতা করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন। পরে তিনি আস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলোংগং থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়