নোয়াখালী কলেজের শোভাযাত্রায় ব্যবহৃত পোশাক নিয়ে সমালোচনার ঝড়
নোয়াখালী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বাঙালিদের জাতিগত প্রধান উৎসব বাংলা নববর্ষ উদযাপনে দেশের শহর থেকে গ্রাম সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে নানা উৎসব আয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা, উপজেলা প্রশাসন এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করায়।
সোমবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে আয়োজন করা হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় মেলা, দেশীয় খাবার পরিবেশন সহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন।
তবে বিপত্তি ঘটেছে জেলার ঐতিহ্যাবহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের নববর্ষের আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত পোশাক নিয়ে।
জানা গেছে, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে শুরু আনন্দ শোভাযাত্রা। কিন্তু আনন্দ শোভাযাত্রার সম্মুখ সারিতে দেখা যায়, একজন মেয়ে জামা ও হিজাবের সঙ্গে পুরুষের লুঙ্গী এবং একজন ছেলে শার্টের সঙ্গে লুঙ্গি পরেছেন।
এমন সাজসজ্জা ও পোশাকের কয়েকটি ছবি কলেজের পাবলিক ফেসবুক গ্রুপগুলোতে এবং ব্যক্তিগত আইডিতে এ ছবি পোস্ট করেন শিক্ষার্থীরা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক কমেন্টবক্সে রীতিমতো হাস্যরস ও সমালোচনার জন্ম দেয়।
কমেন্ট বক্সে দেখা যায়, কলেজের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থীরা বাংলা নববর্ষ উদযাপনে এমন সাজকে কর্তৃপক্ষের উদাসীনতা ও বাংলা নববর্ষকে অপমান হিসেবে উল্লেখ করেছেন।
তারা বলছেন, নববর্ষের শোভাযাত্রায় লাঙল, কাস্তে, হালখাতা এসবের প্রদর্শনী ছিলো না। অথচ একজন মেয়েকে জামা ও হিজাবের সাথে লুঙ্গী পরিয়ে দেওয়া হয়েছে, যা একটি অদ্ভুত সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। আবার একটি ছেলেকে শার্টের সাথে লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে। অথচ শার্ট আমাদের দেশীয় সংস্কৃতি নয়। এছাড়াও নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে গাওয়া হয় হতাশা ও বেদনার আক্ষেপের সুরের দেশাত্মবোধক গান।
এ-বিষয়ে জানতে চাওয়া হলে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “পোশাকের বিষয়টা আসলে প্রথমে খেয়াল করতে পারিনি। তবে মেয়েটা নিজের পছন্দে এমন ড্রেস পরেনি, শিক্ষকদের মধ্যে কয়েকজন বোধহয় বাঙালির দেশীয় পোশাকের চিত্র তুলে ধরতে গিয়ে এমন পোশাক পরিয়ে ফেলেছেন।”
তিনি বলেন, “এতবড় অনুষ্ঠান ছোটখাটো কিছু ভুল-ভ্রান্তি তো হতে পারে। আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে আমরা আরো ত্রুটিমুক্ত ও সুন্দরভাবে সফল করার চেষ্টা করব।”
গত ৯ এপ্রিল নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ এবং নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকা/সুমাইয়া/মেহেদী