ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

সাম্য হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৫ মে ২০২৫   আপডেট: ২০:৫৬, ১৫ মে ২০২৫
সাম্য হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা বৈশাখী বলেন, “আওয়ামী আমলে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। অথচ বিচারের কোনো কার্যকর প্রক্রিয়া দেখা যাচ্ছে না সাম্য হত্যার পর একটি বিশেষ গোষ্ঠী যে ঘৃণ্য ও কুৎসিত আচরণ করেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাম্য হত্যার বিচার চাই।”

আরো পড়ুন:

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “আমরা লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। কিছুদিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর ঢাবি ছাত্রদল নেতা সাম্যকেও হত্যার শিকার হতে হয়েছে। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ একত্রিত হয়েছি।”

জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে আমরা যেমন একসঙ্গে কাজ করেছি, ঠিক সেভাবে সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। কিন্তু আমার ভাই যখন হত্যা হচ্ছে, তখন একটি গোষ্ঠী আমার ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করছে। একটি ছাত্রের জন্য তার বিশ্ববিদ্যালয় তার বাড়ি থেকেও নিরাপদ, সেই বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী হত্যার শিকার হয়, তখন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রক্টর পদে থাকার যোগ্যতা রাখেন না। ইন্টেরিমকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রতিটি  বিশ্ববিদ্যালয়সহ দেশের সব মানুষের  নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু দুঃখজনকভাবে কিছুদিন আগে ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্যকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর দায়ভার স্বীকার করে জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি ঢাবির প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”

তিনি আরো বলেন, “সামনে জাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখনো ছাত্রলীগ ক্যাম্পাসের হলগুলোতে অবস্থান করছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। নির্বাচনের পূর্বেই এদের বিচারের আওতায় এনে ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে।”

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়