ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

প্রথম ধাপের ভর্তি শেষে কুবিতে ৩৯১ আসন ফাঁকা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৭ মে ২০২৫  
প্রথম ধাপের ভর্তি শেষে কুবিতে ৩৯১ আসন ফাঁকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম ধাপে ভর্তি হয়েছেন মোট ৬৩৯ জন শিক্ষার্থী। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আরো ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। 

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ১৯৯ জন। এই ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা ১৫১টি। এর মধ্যে ফার্মেসি বিভাগে খালি আছে ২৯টি, রসায়নে ২১টি, গণিতে ১১টি, পদার্থবিজ্ঞানে ২০টি, পরিসংখ্যানে ২০টি, সিএসইতে ২৪টি এবং আইসিটিতে ২৬টি আসন। 

আরো পড়ুন:

‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭ জন। এখানে ফাঁকা আসনের সংখ্যা ১৪৩টি। এর মধ্যে আইন বিভাগে ১৩টি, ইংরেজিতে ২০টি, অর্থনীতিতে ১৫টি, লোকপ্রশাসনে ২১টি, বাংলায় ২৪টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ১৩টি, নৃবিজ্ঞানে ২৩টি এবং প্রত্নতত্ত্ব বিভাগে ১৪টি আসন ফাঁকা রয়েছে। 

‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৪৩ জন। এখানে ফাঁকা আসনের সংখ্যা ৯৭টি। এর মধ্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ১৬টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে ২৬টি, মার্কেটিংয়ে ৩০টি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২৫টি আসন ফাঁকা রয়েছে। 

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “প্রথম ধাপে ‘এ’ ইউনিটে ১৯৯ জন, ‘বি’ ইউনিটে ২৯৭ জন, ‘সি’ ইউনিটে ১৪৩ জন ভর্তি হয়েছে। দ্বিতীয় মেধাতালিকা কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়