তিতুমীর কলেজে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মসূচি
তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

সরকারি তিতুমীর কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মাইন্ড ম্যাটার্স: জিটিসি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস উইক’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় শহীদ বরকত মিলনায়তনের সামনে তিতুমীর কলেজ সাইকোলজি সোসাইটির উদ্যোগে আয়োজিত এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও ভ্রান্ত ধারণা ভাঙা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ কলেজ প্রাঙ্গণে স্থাপিত ‘মাইন্ড চেক-আপ বুথ’।
বুথটি প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এখানে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রাথমিক মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করতে পারবেন। এছাড়া তাদের মানসিক চাপ, উদ্বেগ ও আবেগ নিয়ন্ত্রণ নিয়ে মৌলিক দিকনির্দেশনাও দেওয়া হবে।
সপ্তাহজুড়ে চলা এই কর্মসূচিতে থাকছে নানা সচেতনতামূলক ক্যাম্পেইন ও সরাসরি আলোচনার আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা ও তা রক্ষার উপায় সম্পর্কে জানতে পারবেন।
সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক মো. আদিত আহমেদ বলেন, “আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো ব্যাপক উদাসীনতা রয়েছে, যা বড় চ্যালেঞ্জ। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই চর্চাকে বদলাতে চাই।”
তিনি বলেন, “সোমবার (১৯ মে) কলেজের সাইকোলজি বিভাগের সেমিনার কক্ষে গোপনীয় কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীরা একান্ত পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের মানসিক চাপ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, “মঙ্গলবার (২০ মে) আয়োজিত হবে ‘সচেতনতা চোখ খুলে, উদ্যোগ খুলে সুস্থতার দ্বার’ শিরোনামে একটি সেমিনার। সেমিনারে বক্তা হিসেবে থাকবেন মনোবিজ্ঞানী ও ঢাকা কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার মুনমুন। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।”
ঢাকা/হাফছা/মেহেদী