ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাবিতে মশাল মিছিল

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৮ মে ২০২৫  
সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাবিতে মশাল মিছিল

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই খবরে, খুনি কেন বাহিরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট কিলিং করা হয়েছে। রাবি ছাত্রদল সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে। সাম্যর হত্যাকারীদের দ্রুত বিচার না হলে আগামীতে এই মিছিলের আগুন যমুনাতে গিয়ে পৌঁছাবে।”

যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, “সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলেও প্রশাসন এখনো যথাযথ ব্যবস্থা নেয়নি। ঢাবি প্রশাসন যদি এই হত্যার বিচার করতে না পারে, তাহলে ঢাবি উপাচার্যকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি বিচার করতে না পারেন, তাহলে আপনাদেরও দেশ থেকে বিতাড়িত করা হবে। রাবি ছাত্রদল দ্রুত আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার আদায় করবে।”

আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “সাম্য ছিল জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাম্যের পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এই রগের রাজনীতি করে। তাদের হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না। দেশের জনগণকে সাম্যের বিচার দ্রুত কার্যকর করতে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরো বলেন, “সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দিবে। এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়