ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২০ মে ২০২৫  
জাবি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

জাবি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির মধ্যে চুক্তি স্বাক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির মধ্যে শিক্ষা ও গবেষণায় পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

আরো পড়ুন:

চুক্তিপত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক এসএম মাহবুব উল হক মজুমদার স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা, যৌথ সেমিনার, কর্মশালা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এতে করে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি নতুন দ্বার উন্মোচিত হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এই সমঝোতা চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করবে। এতে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা অনেকগুণ বাড়বে।”

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এমআর কবির, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক মো. কবিরুল ইসলাম, এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন, অধ্যাপক আলেয়া প্রমুখ।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়