ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

জবির ‘মেধাবী’ প্রকল্পে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃসাক্ষাৎকার ১৯ জুন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৭:০৬, ১৮ জুন ২০২৫
জবির ‘মেধাবী’ প্রকল্পে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃসাক্ষাৎকার ১৯ জুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পের পূর্বঘোষিত সময়ে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃসাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের পুনঃসাক্ষাৎকার নেওয়া হবে আগামী বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা থেকে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকার পোর্ট কন্টেইনার রোডে অবস্থিত ‘মেধাবী’ প্রকল্পের অফিসে।

বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য একটি বাস ক্যাম্পাস থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনো প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেননি, তাদের সাক্ষাৎকারের দিন হার্ডকপি সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে। হার্ডকপি ছাড়া কাউকে সাক্ষাৎকারে অংশ নিতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে, ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন ধাপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল। যেসব শিক্ষার্থী ওই সময় সাক্ষাৎকারে অংশ নিতে পারেননি, তাদের সুবিধার্থেই পুনঃসাক্ষাৎকারের এ ব্যবস্থা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ঢাকা/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়