ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

ক্যাম্পাস সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২২ জুন ২০২৫  
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সামার ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। ছবি: সাকিব আল হাসান

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সামার ব্যাচের (২৫০) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে জেএমসি মিডিয়া ল্যাবে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. নিস্তার জাহান কবীর, সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান, আরটিভির সংবাদ উপস্থাপক হাবীবা আফরোজ, গ্লোবাল গুড নিউজের প্রধান সম্পাদক মহসিন আলী, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবরিনা নওরিন লিমু, গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমীন, লেকচারার এবং জেএমসির ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, জেএমসির ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপ্টেন (নেভি) এস এম সালাউদ্দিন বলেন, “সাংবাদিকতা বিভাগ এমন একটি জায়গায় অবস্থান করে, যেখানে সমাজে বিবেক তৈরি হয়। দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে জাতিকে সেবা দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাংবাদিকতা বিভাগকে বিশেষ মনোযোগে রাখে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করতে হবে। নবীন শিক্ষার্থীদের এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয় বরং এটি তাদেরকে জীবনকে সেই জায়গায় নিয়ে যাবে, যেখানে তোমরা দেশ তথা সমাজে দায়িত্ববান নাগরিক হিসেবে অবদান রাখতে পারবা।”

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের ২৫১-ব্যাচের শিক্ষার্থীরা। এছাড়া নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মেন্টর জুবায়ের আহমেদ, জেএমসি মিডিয়া ক্লাবের সামান্থা আলী ও বরকতুল্লাহ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুমাইয়া সুলতানা অন্তরা ও জুবায়ের আহমেদ। পরে কেক কাটা ও গ্রুফ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ঢাকা/এস/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়