ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্ব অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১০ জুলাই ২০২৫  
দায়িত্ব অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

ফাইল ফটো

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আট নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরো পড়ুন:

অব্যাহতি পাওয়া নেতারা হলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ।

ছাত্রদল থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে এমন ব্যবস্থা অব্যাহত থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল বলেন, “সংগঠনকে গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ রাখতে কিছু কঠোর সিদ্ধান্ত প্রয়োজন হয়ে পড়ে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তারা দায়িত্বপ্রাপ্তির পর থেকে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছিলাম। আমরা চাই, ছাত্রদলে সক্রিয়, আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠুক।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়