ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডিতে ‘মা’ কে নিয়ে গল্প লিখে পুরস্কার পেলেন রাবির লিজা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ২২:৪৭, ১৪ জুলাই ২০২৫
রাইজিংবিডিতে ‘মা’ কে নিয়ে গল্প লিখে পুরস্কার পেলেন রাবির লিজা

মোছা. ফারহানা জেবিন লিজার হাতে পুরস্কার তুলে দেয়া হয়

মা দিবস উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ‘আমার মা’ বিষয়ে গদ্য-গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে।

বিচারকদের রায়ে প্রতিযোগিতায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্যের শিক্ষার্থী মোছা. ফারহানা জেবিন লিজা (দুর্ভাগ্যই আমার মায়ের ভাগ্য)। পুরস্কার হিসেবে তাকে রাইজিংবিডির পক্ষ থেকে ৫ হাজার টাকার বই উপহার দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

সোমবার (১৪ জুলাই) বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক,  চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. এনামুল হক ও রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ফাহমিদুর রহমান ফাহিম।

এ সময় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  শিক্ষক ড. মো. শরিফুল ইসলাম, মো. তরুণ হাসান, তপন কুমার বর্মন, মো. সাইফুর রহমান ও নাজিয়া আফরিন উপস্থিত ছিলেন।

পুরস্কার পেয়ে লিজা বলেন, ‘‘রাইজিংবিডিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার লেখাকে নির্বাচিত করার জন্য। আমি প্রথমে বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপ থেকে জানতে পারি, মা দিবস নিয়ে গল্পের প্রতিযোগিতা হচ্ছে। আমার তখন যে পুরস্কার নেব বা আমার লেখা নির্বাচন হবে এমন কোনো আশা ছিল না। আমি শুধু আমার মনের কথাগুলো তুলে ধরেছি।’’

তিনি আরো বলেন, ‘‘মিডল ক্লাস ফ্যামিলির মায়েরা যে সংগ্রামটা করে, আমি তার গল্পটা তুলে ধরেছি। পরিবার, ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করতে যেয়ে তার নিজের স্বপ্নটা চাপা পড়ে যায়। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার মাকে নিয়ে গল্পটা লিখেছিলাম। আমার মা প্রায় দুই বছর আগে মারা গেছেন। আমি দেখলাম শুধু আমার মা না, পৃথিবীতে হাজার হাজার মা আছেন, যারা সন্তানদের জন্য নিজের স্বপ্নকে মেরে ফেলে। এসব ভেবেই গল্পটা লিখেছিলাম।’’

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. এনামুল হক বলেন, ‘‘লিজা আমাদের বিভাগের সম্পদ, আমাদের বিশ্ববিদ্যালয় সম্পদ। সারা বাংলাদেশের মধ্যে সেরা লেখক নির্বাচিত হয়েছে এবং পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। রাইজিংবিডি  ছাত্র-ছাত্রীদেরকে প্রতিযোগিতায় মোটিভেট করছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাইজিংবিডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’’

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ‘‘রাইজিংবিডি দীর্ঘ ১২ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। রাইজিংবিডিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর  একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মাকে নিয়ে লিখতে পেরেছে। সারা বাংলাদেশের মধ্যে আমাদের শিক্ষার্থী সেরা লেখক নির্বাচিত হয়েছে, এটা অত্যন্ত আনন্দের। এটা এক প্রকার আমাদের বিশ্ববিদ্যালয় অর্জন।’’

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়