ছাত্রলীগের বিচারসহ ৯ দাবি জবি ছাত্রদলের
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদান করছে শাখা ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত ১৭ বছরে সংঘটিত ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারসহ নয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে সংঘটিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে; ছাত্রদল নেতাকর্মীদের ওপর দেওয়া বৈষম্যমূলক শাস্তি প্রত্যাহার করতে হবে; সাজিদ ভবনের ঘটনায় ছাত্রলীগের পৃষ্ঠপোষকদের উসকানি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার কেনো করা হলো, তা লিখিতভাবে জানাতে হবে এবং যারা বিশৃঙ্খলা ঠেকাতে ভূমিকা রেখেছেন, তাদের শাস্তির যৌক্তিকতাও ব্যাখ্যা করতে হবে।
অন্য দাবিগুলো হলো- উপাচার্য ভবনে তালা দেওয়া ঘটনাকে ‘অবমাননা’ হিসেবে চিহ্নিত করার পেছনের যুক্তির সুস্পষ্ট ব্যাখ্যা চাই; ছাত্রলীগকে রক্ষা করতে যে মব তৈরি করা হয়েছিল, তার পেছনের উদ্দেশ্য ও কারা জড়িত ছিল তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে; সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারকারী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে; শিক্ষক লাঞ্ছনার অজুহাতে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন ও দমন করার পেছনের ষড়যন্ত্র উন্মোচন করতে হবে; জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী, যারা কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন না, তাদের দায়মুক্তি দিতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা।
আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আমরা চাই, যারা বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের বিচার হোক। তবে নিরপরাধ কেউ যেন ভুক্তভোগী না হয়, সেটাও নিশ্চিত করতে হবে।”
ঢাকা/লিমন/মেহেদী