ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৮ আসন ফাঁকা রেখেই কুবির ভর্তি সম্পন্ন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জুলাই ২০২৫  
২৮ আসন ফাঁকা রেখেই কুবির ভর্তি সম্পন্ন

ফাইল ফটো

বিভিন্ন অনুষদের ২৮টি আসন ফাঁকা রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ‘এ’ ইউনিটে ১৪টি, ‘বি’ ইউনিটে ১৩টি এবং ‘সি’ ইউনিটে ১টিসহ মোট ২৮টি আসন ফাঁকা রয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তীতে আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না।”

গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ মে প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়