ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৫৬, ৩১ জুলাই ২০২৫
স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (বিআইটি) আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবন থেকে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে মানববন্ধন করা হয়।

আরো পড়ুন:

এ সময় শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, বিআইটি বিআইটি’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নানা বৈষম্য ও সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্বৈত প্রশাসনিক কাঠামো, শিক্ষক ও বাজেট সংকট, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণের ব্যর্থ হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং অবহেলা করা হয়েছে।

শিক্ষার্থীরা আরো জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বিভিন্ন তালবাহানার মাধ্যমে তা বিলম্বিত করা হয়েছে। অবশেষে বৃহস্পতিবার দুপুর ২টায় তিনজন প্রতিনিধি উপদেষ্টার সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে উপদেষ্টা বলেন, “বিআইটির আদলে একটা নতুন স্বতন্ত্র অধিদপ্তর তৈরির সক্ষমতা আমার নেই, আমি শুধু সংস্কার করতে পারব। এর বাইরে কিছু করতে পারব না। আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করুন।”

তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন, এ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। যদি এর ফলে কোনো সমস্যা সৃষ্টি হয়, তার সম্পূর্ণ দায় সরকারের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের।

ঢাকা/আইনুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়