ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অ্যান্টিবায়োটিক গুরুতর হুমকি হয়ে উঠছে’

সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৪৯, ৩ আগস্ট ২০২৫
‘অ্যান্টিবায়োটিক গুরুতর হুমকি হয়ে উঠছে’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, “আমরা ফসল ও প্রাণিজ উৎপাদনে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যাচ্ছি, তা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। বর্তমানে মাছের ক্ষেত্রে মাল্টিড্রাগ ও এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম পাওয়া যাচ্ছে, যা পরিবেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা অর্গানিক উপায়ে মাছ চাষ শুরু করেছি। আগামী দিনে সেখানে মাছের জন্য ভ্যাকসিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে পূবালী ব্যাংক পিএলসি প্রদত্ত বাস হস্তান্তর অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “আমি একটি ভ্যাকসিন উদ্ভাবন করেছি, যা এলুমিনাস ভিরুনি ও এলুমিনাস হাইড্রোফিলা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এই ব্যাকটেরিয়াগুলো মাছের আলসারেটিভ সিনড্রোম নামক মারাত্মক রোগের জন্য দায়ী। এ রোগ হলে মাছের গায়ে পচন ধরে, মাংস ফুলে ওঠে, কিন্তু মাছ জীবিত অবস্থায় সামনের দিকে নড়তে থাকে। আমার উদ্ভাবিত এই ভ্যাকসিন মাছকে এ রোগ থেকে সুরক্ষা দেবে এবং মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা হ্রাস করবে।”

তিনি আরো বলেন, “পলিকালচার করলে এই রোগ বেশি হয়। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মনোকালচার করতে পারি। এসব কিছু আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।”

পরিবহন বিভাগের পরিচালক অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার , প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান প্রমুখ।

ঢাকা/আইনুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়