ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে রবি শিক্ষার্থীদের শেকল ভাঙার গান

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:২৪, ৬ আগস্ট ২০২৫
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে রবি শিক্ষার্থীদের শেকল ভাঙার গান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা শেকল ভাঙার গান ও প্রতিবাদী পাঠদানের কর্মসূচি পালন করেন।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন:

কর্মসূচির বিষয়ে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রায় অর্ধমাস হলো আন্দোলন করছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের ডিপিপি অনুমোদন হয়নি। আমরা পর্যায়ক্রমে আরো কঠিন কর্মসূচি দিকে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।”

প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও ডিপিপি অনুমোদন না হওয়া গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

তারা বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

এর আগে, যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ৯টায় অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ঢাকা/হাবিবুর/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়