ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রী সংস্থার বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ জবি ছাত্রদলের

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:২৫, ১১ আগস্ট ২০২৫
ছাত্রী সংস্থার বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ জবি ছাত্রদলের

পরিচয় গোপন করে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও মুক্তচিন্তার ক্ষেত্র, এখানে ব্যক্তিগত আক্রমণ বা সংগঠিত বিভাজন সৃষ্টির চেষ্টাকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই। একজন ছাত্রের সঙ্গে ঘটা ঘটনাকে ভিন্নখাতে নিয়ে ধর্ম ও পর্দায় আনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। 

বিবৃতিতে আরো বলা হয়, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভাবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকজন নারী শিক্ষার্থী একটি মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে একজনকে বলতে শোনা যায় এখানে ছাত্রী সংস্থার সদস্যরাও উপস্থিত আছেন।

ছাত্রদলের বিপক্ষে যে কোনো সংগঠন, ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ আসলে ছাত্রদল সেটিকে আমলে নিয়ে তদন্ত করে উল্লেখ করে বিবৃতিতে দাবি করা হয়, সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সদস্যরা তাদের পরিচয় গোপন করে ছাত্রদলের বিপক্ষে হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। 

সাধারণ শিক্ষার্থীদের নাম, পরিচয় ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা দলের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। জবি ছাত্রদল মনে করে, মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু তা অবশ্যই গণতান্ত্রিক ও যৌক্তিক উপায়ে হতে হবে। সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত মতামতকে উপেক্ষা করে এবং তাদের অনুমতি ছাড়া তাদের নামে রাজনৈতিক বা সংগঠিত কর্মসূচি ঘোষণা করা শিক্ষার্থীদের প্রতি চরম অবমাননা ও প্রতারণা।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক মতপ্রকাশের ক্ষেত্র হলেও, এখানে পরিচয় বিকৃতি, বিভ্রান্তিকর প্রচারণা এবং একটি গোষ্ঠীর কর্মসূচী চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী সমাজকে বিভক্ত করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।

একে অপরের মতামতকে সম্মান জানিয়ে, ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের উসকানি থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে ছাত্রদল।
 

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়