জাতীয় মৎস্য পদক পেলেন শেকৃবির অধ্যাপক হাবীব
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ অর্জন করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পদক তুলে দেন।
মৎস্য গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদক অর্জন করেন। ইলিশ কৌটাজাতকরণ প্রযুক্তি, নিরাপদ শুঁটকি উৎপাদনে স্মার্ট সোলার সান ড্রায়ার উদ্ভাবন এবং দেশের জলজ জীববৈচিত্র্যভিত্তিক ওয়েব পোর্টাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার নেতৃত্বে দেশের জলসীমা থেকে নতুন তিনটি সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
অধ্যাপক হাবীব সেন্ট মার্টিন দ্বীপ ও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণামূলক বইসহ একাধিক বিজ্ঞানভিত্তিক গ্রন্থ রচনা করেছেন। তার গবেষণা দলের তোলা প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ছবি সম্বলিত একটি অ্যালবাম ইউনেস্কো প্রকাশ করেছে।
এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্যবইয়ের মৎস্যবিজ্ঞান অংশের লেখক তিনি। চিংড়ি প্রক্রিয়াজাতকরণবিষয়ক তার বই “Post-Harvest Processing, Packaging and Inspection of Frozen Shrimp: A Practical Guide” দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
অধ্যাপক হাবীবের ৬০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের সামুদ্রিক মাছের তালিকা হালনাগাদ করে ৭৪০ প্রজাতির তথ্য সংযোজন করেন। ইউনেস্কোর সহযোগিতায় তিনি প্রথমবার ই-ডিএনএ প্রযুক্তিতে সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের সমীক্ষা পরিচালনা করেন।
শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং উপ উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এ অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকা/মামুন/মেহেদী