ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৩২ জন

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩৯, ১৯ আগস্ট ২০২৫
জাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৩২ জন

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন আজ। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ৪৬ জন ও হল সংসদের জন্য ৮৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগষ্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনেন সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হল সংসদ নির্বাচনের জন্য মোট ৮৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ফলে প্রথম দিনে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মোট ১৩২ জন মনোনয়ন সংগ্রহ করেছে। যার মধ্যে একজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

তিনি আরো বলেন, “কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে সেই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। এজন্য প্রার্থীদের আচরণবিধি অনুসরণ উচিত।”

মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। সে অনুযায়ী আগামীকাল মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের শেষ দিন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়