ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবি ছাত্রদলের কমিটি সপ্তাহ না পেরোতেই ২ নেতাকে অব্যাহতি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৪৪, ২৩ আগস্ট ২০২৫
রাবি ছাত্রদলের কমিটি সপ্তাহ না পেরোতেই ২ নেতাকে অব্যাহতি

কমিটি দেওয়ার এক সপ্তাহ না পেরোতেই সংগঠনের দায়িত্ব অবহেলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তারা হলেন, নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃদুল হোসেন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান।

আরো পড়ুন:

শুক্রবার (২২ আগস্ট) রাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরো বলা হয়েছে, একইসঙ্গে নবাব আব্দুল লতিফ হলে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে সৌমেন চক্রবর্তীকে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাসেল মিয়াকে দায়িত্ব প্রদান করা হলো। 

এ নির্দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম প্রদান করেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ১৪ আগস্ট রাবিতে ছেলেদের ১১টি হলে একযোগে আংশিক কমিটি ঘোষণা করে রাবি শাখা ছাত্রদল। ওইদিন নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের ঘোষিত কমিটিতে দায়িত্ব পেয়েছিলেন- সভাপতি মুরাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিউস সানি, সাধারণ সম্পাদক মৃদুল হোসেন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান এবং সাংগঠনিক সম্পাদক কনক মেহেরব শিবলি।

এই কমিটিকে পরবর্তী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়