ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ আগস্ট ২০২৫  
চাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল, শতভাগ আবাসন ও সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রশিবির। 

রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

আরো পড়ুন:

কর্মসূচিতে ‘তোমার আমার অধিকার, চাকসু চাকসু’, ‘চাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘বিপ্লবীদের খবর দে, সেশনজটের কবর দে’, ‘মাথার উপর ছাতা দে, নয় আবাসন ভাতা দে’, ‘চতুর্দিকে স্বৈরাচার, কবে হবে বহিষ্কার’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ খালেদ বলেন, “বর্তমান প্রশাসন কখনো ফেব্রুয়ারি, মার্চ, আবার কখনো সমাবর্তনের পর চাকসু নির্বাচন হওয়ার কথা বললেও এখনো হয়নি। আমরা চাকসুর জন্য স্মারকলিপি দিয়েছি, মিছিল করেছি। কিন্তু প্রশাসনের এমন অবস্থা হয়েছে যে, তারা শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে কর্ণপাতই করছে না। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, চাকসুর রোডম্যাপ বা তফসিল ছাড়া আমরা আজ এখান থেকে যাব না।”

তিনি বলেন, “বর্তমান প্রশাসন ছাত্রশিবিরের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে অবগত আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা আমরা সম্মুখ সারিতে ছিলাম, সামনেও থাকব।”

শাহ আমানত হল শাখা সভাপতি মো. সৈকত বলেন, “চবি শিবিরের সাত দফা শুধু আমাদেরই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর হৃদয়ের দাবি। সুতরাং টালবাহানা করার কোনো সুযোগ নেই। বেশকিছু বিভাগে সেশনজট এতই বেশি যে, পাস করে বের হতে হতে সাত-আট বছর লেগে যাচ্ছে। ছাত্রশিবির যদি কঠোর অবস্থানে যায়, আপনারাও হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হবেন।”

এদিকে কর্মসূচি চলাকালে দুপুর ১টায় শিবিরের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপ-উপাচার্য জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) চাকসুর তফসিল ঘোষণা করা হবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, “সাধারণ সম্পাদকসহ আমাদের একটি প্রতিনিধিদল উপ-উপাচার্য (প্রশাসন) স্যারের সঙ্গে বৈঠক করি। বৈঠকে উপ-উপাচার্য জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) চাকসুর তফসিল ঘোষণা করা হবে। এজন্য আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করেছি। ঘোষিত সময়ে চাকসুর তফসিল না দিলে আবারো আমরা সর্বাত্মক কর্মসূচিতে যাব।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়