৩ দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায় ও তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে প্রকৌশলী অধিদপ্তর আন্দোলনের ব্যানার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায় তাদের।
পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
তাদের দাবিগুলো হলো- নবম গ্রেডের (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) নিয়োগ পরীক্ষায় সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ, ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ ও কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করা যাবে না; দশম গ্রেডে (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ) ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০ শতাংশ কোটা বাতিল করতে হবে, এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন; ‘ইঞ্জিনিয়ার’ পদবীর ব্যবহার শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ এ পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।
ঢাকা/বাদল/মেহেদী