ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশি হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৭ আগস্ট ২০২৫  
পুলিশি হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় সমাবেশ শুরু হয়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এতে বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অংশ নেন।

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, তিন দফা যৌক্তিক দাবিতে প্রকৌশলী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সরকারের উদাসীনতার কারণে আজো সমস্যার সমাধান হয়নি। উল্টো ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে বারবার আন্দোলনের পথে ঠেলে দেওয়া হচ্ছে। এ ধরনের অমানবিক হামলার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

এর আগে, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে শাবিপ্রবিসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীতে যান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির পর লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়