ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০৮, ৩১ আগস্ট ২০২৫
রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। কোষাধ্যক্ষ কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। 

এ সময় 'রাকসুর ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি', 'লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব', 'প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে'সহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি, তারা আমাদের দাবি মানছে না। শিক্ষার্থীরা রাকসুর ফি দিয়েছে, কিন্ত ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।”

তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।”

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন ছিল আজ।

ঢাকা/ফাহিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়