ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবি শিবির সভাপতি ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৯, ৩১ আগস্ট ২০২৫
ঢাবি শিবির সভাপতি ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে মনোনয়ন পাওয়া এস এম ফরহাদের প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। 

রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।

বামপন্থী ওই জোটে রয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফ্রন্টের একাংশ এবং জাসদ ছাত্রলীগ।

সূত্র জানায়, রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কি না তা স্থির করার জন্য বিচার বিভাগীয় সিদ্ধান্ত কামনা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের হাবিবুল-গণির নেতৃত্বাধীন বেঞ্চে এ রিটের শুনানি হবে।

রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। ফরহাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

রিটের পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এস এম ফরহাদ। স্ট্যাটাসে তিনি বলেন, “আমার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।” 

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা/সৌরভ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়