ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হল ছাড়ছেন মেয়েরা, অনড় অবস্থান বাকৃবির ছাত্রদের  

বাকৃবি সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:১১, ১ সেপ্টেম্বর ২০২৫
হল ছাড়ছেন মেয়েরা, অনড় অবস্থান বাকৃবির ছাত্রদের  

হল ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন বাকৃবির মেয়েরা

কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ থাকলেও ছাত্ররা অনড় অবস্থানে রয়েছেন।

আরো পড়ুন:

ভোর থেকে বিভিন্ন হলের মেয়েদের ব্যাগ হাতে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। তাদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

সরেজমিনে দেখা যায়, ছেলেদের হল গুলো থেকে দলে দলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে জড়ো হচ্ছেন। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জুলাই ৩৬ হলের শিক্ষার্থী তাসফিয়া আফরিন হল থেকে বের হন। তিনি বলেন, “আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের হলের প্রভোস্ট ও হাউজ টিউটর হল ত্যাগে বাধ্য করেছেন।”

এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালান একদল ব্যক্তি। রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বেলা ১টা থেকে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে আন্দোলন করছিলেন ওই শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালায় একদল ব্যক্তি। শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়। হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ‘কম্বাইন্ড ডিগ্রি’র (বিএসসি ইন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের সভা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি ডিগ্রিও চালু রাখার সিদ্ধান্ত হয়। তবে মোট তিনটি ডিগ্রি চালু রাখার সিদ্ধান্ত মানতে নারাজ পশুপালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষককে অবরুদ্ধ করার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বাকৃবি। এছাড়া, আজ সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

ঢাকা/লিখন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়