চবি-বাকৃবিতে হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চবি-বাকৃবিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন জবি শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রবিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে শান্ত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, “সুশীলতার মাধ্যমে রাষ্ট্র চালানো সম্ভব নয়—এর বড় উদাহরণ ইন্টেরিম সরকার। এক বছরের মেয়াদ অতিক্রম হলেও জুলাই গণঅভ্যুত্থানের খুনিদের বিচার নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা ও পুলিশ সংস্কারে ব্যর্থতার কারণে এখনও বিপ্লবীদের ওপর প্রকাশ্যে ও গুপ্ত হামলা হচ্ছে। চবি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হাতে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করি।”
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা নিরাপদ ক্যাম্পাস আশা করেছিলাম। কিন্তু উল্টো শিক্ষার্থীদের ওপরই হামলা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে আমরা সাহসী ভূমিকা রেখেছিলাম, এবং এখনো ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।”
একই সেশনের আরেক শিক্ষার্থী নূর নবী বলেন, “আজকের অরাজকতার প্রেসক্রিপশন আসে ভারত থেকে। সরকারের উপদেষ্টা চবিতে হামলার দায় স্বীকার করলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাকৃবিতে হামলা স্পষ্টতই সন্ত্রাসী কার্যক্রম, অথচ হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইন্টেরিম সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য এজেন্সির কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বানচালের জন্য হামলা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ সর্বশক্তি দিয়ে ছাত্র সংসদ কার্যকর করার চেষ্টা করবে।”
ঢাকা/লিমন/ইভা