ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গকসু: মনোনয়নপত্র জমা দিলেন ৭৪ প্রার্থী

গবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫  
গকসু: মনোনয়নপত্র জমা দিলেন ৭৪ প্রার্থী

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ছাত্র সংসদের ১২টি পদে মোট ৭৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এবার বিভিন্ন পদে শিক্ষার্থীরা ৮৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েনি।

আরো পড়ুন:

সোমবার (১ সেপ্টেম্বর) রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্পাদকীয় পদে মোট ৫২টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে সহ-সভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে চারজন, সহকারী সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য সম্পাদক পদে তিনজন, সহকারী সাহিত্য সম্পাদক পদে পাঁচজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচজন এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া অনুষদ প্রতিনিধি পদে মনোনয়ন জমা পড়েছে ২২টি। কৃষি অনুষদে দুইজন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস অনুষদে চারজন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদে পাঁচজন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে সাতজন এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, আগামী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হয়। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে।

আগামী ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। করিডোর, ক্যান্টিন ও আড্ডার টেবিলে এখন মূল আলোচনার বিষয় নির্বাচন।

শিক্ষার্থীরা বলছেন, আমরা চাই এই নির্বাচন শুধুই প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং শিক্ষার্থীদের উন্নয়নের রূপরেখা তৈরি করুক। যারা নেতৃত্বে আসবেন, তারা যেন একাডেমিক পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করে।

ঢাকা/সানজিদা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়